ঘটনাস্থল নরক:
১ম : তুমি কিভাবে মারা গেলে?
২য় : প্রচন্ড ঠান্ডায়।
১ম : ওহো খুব দুঃখজনক।
২য় : আর তুমি?
১ম : হার্ট অ্যাটাকে।
২য় : কিভাবে?
১ম : আমি আমার স্ত্রীকে সন্দেহ করতাম। একদিন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি ওকে ধরব বলে। কিন্তু বাড়ি ফিরে দেখি সে বসে টিভি দেখছে। আমার তবু সন্দেহ হওয়ায় আমি সারা বাড়ি দৌড়ে বেড়াই। সব জায়গায় খুঁজতে গিয়ে এত ক্লান্ত হয়ে যাই যে আমার হার্ট অ্যাটাক হয়।
২য় : ইসস তুমি যদি একটু কষ্ট করে ফ্রিজটা খুলে দেখতে তাহলে আজ আমরা দুজনেই বেঁচে থাকতাম..
১ম : তুমি কিভাবে মারা গেলে?
২য় : প্রচন্ড ঠান্ডায়।
১ম : ওহো খুব দুঃখজনক।
২য় : আর তুমি?
১ম : হার্ট অ্যাটাকে।
২য় : কিভাবে?
১ম : আমি আমার স্ত্রীকে সন্দেহ করতাম। একদিন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি ওকে ধরব বলে। কিন্তু বাড়ি ফিরে দেখি সে বসে টিভি দেখছে। আমার তবু সন্দেহ হওয়ায় আমি সারা বাড়ি দৌড়ে বেড়াই। সব জায়গায় খুঁজতে গিয়ে এত ক্লান্ত হয়ে যাই যে আমার হার্ট অ্যাটাক হয়।
২য় : ইসস তুমি যদি একটু কষ্ট করে ফ্রিজটা খুলে দেখতে তাহলে আজ আমরা দুজনেই বেঁচে থাকতাম..
No comments:
Post a Comment